অধ্যায় ১ঃ নিরাপত্তাজনিত নজরদারি প্রক্রিয়া সম্পর্কে জানা

সংক্ষিপ্ত


১. Surveillance security system-এর বৈশিষ্ট্যগুলো লেখ।

উত্তরঃ Surveillance security system-এর বৈশিষ্ট্য :

(i)ভিডিও ম্যানেজমেন্ট সফটওয়্যার (VMS) ব্যবহার করে ।
(ii)নিরাপদ রিমোট অ্যাক্সেস করা যায়।
(iii)তথ্যের নিরাপত্তা।
(iv)ব্যান্ডউইথ হ্রাস।
(v)দেখাশোনার খরচ কমে যায়।
(vi)ভিডিও স্টোরেজ।
(vii)ট্রেসিং ব্যবস্থা থাকে।


২. Surveillance- এর ৪ টি সুবিধা লেখ ।

উত্তরঃ সার্ভেইল্যান্স-এর ৪ টি সুবিধাঃ

(i)পাবলিক প্লেসে Surveillance এর ব্যবস্থা রাখলে জননিরাপত্তা বৃদ্ধি পায় ।
(ii )সার্বজনীন স্থানে Surveillance এর ব্যবস্থা থাকলে সেসব জায়গায় অপরাধের বা হিংসাত্মক ঘটনার পরিমাণ হ্রাস পায়।
(iii)কোনো স্থানে Surveillance এর ব্যবস্থা থাকলে এবং সেখানে কোনো অপরাধ সংঘঠিত হলে পরবর্তীতে অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার করতে সুবিধা হয়।
(iv) Surveillance এর ব্যবস্থা থাকলে সংঘঠিত অপরাধের প্রমাণাদি সংগ্রহ করা সহজ হয় ।
(v) জনগণ যখন জানতে পারে যে, তাদের অবস্থানকৃত স্থানটি নজরদারির আওতায় রয়েছে, তখন তারা নিরাপদ ও স্বস্তিবোধ করে।