অধ্যায় ৬ঃ ভিডিও সিগনাল অ্যান্ড কন্ট্রোল সিগনাল ট্রান্সমিশন

সংক্ষিপ্ত


১. Twisted pair cable কাকে বলে ? এর প্রকারভেদ উল্লেখ কর ।

উত্তরঃ দুটি প্যাচানো Copper cable দিয়ে Twisted pair cable তৈরি করা হয়। প্রতিটি ক্যাবলে Insulator jacket ও Conductor থাকে। দুটি তারের মধ্যে একটি Receiver এর নিকট Signal বহনে ব্যবহৃত হয়, আর অপর তারটি Ground হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ, একটি পজিটিভ data signal এবং অপরটি নেগেটিভ data signal বহনে ব্যবহৃত হয়।

প্রকারভেদঃ সাধারণত Twisted pair cable কে ২টি ভাগে ভাগ করা হয়েছে।

(i) Shielded Twisted Pair (STP)
(ii) Unshielded Twisted pair ( UTP).