অধ্যায় ১ঃ নিরাপত্তাজনিত নজরদারি প্রক্রিয়া সম্পর্কে জানা

অতি সংক্ষিপ্ত


১. Surveillance security system বলতে কী বুঝায় ?

উত্তরঃ কোনো ব্যক্তি/সংগঠন/নির্দিষ্ট স্থান ইত্যাদির নিরাপত্তা বা তার গতিবিধির উপর নজরদারি করার জন্য মনুষ্য দ্বারা বা যান্ত্রিক সহায়তায় যে প্রক্রিয়া আরোপ করা হয়, তাকে নজরদারি প্রক্রিয়া বা Surveillance system বলে।


২. HDTV- এর Resolution লেখ ।

উত্তরঃ HDTV- এর Resolution হলো 1280*720 Pixel .