অধ্যায় ৪ঃ DVR/NVR Interface সম্পর্কে জানা
অতি সংক্ষিপ্ত
১. Attendance device বলতে কী বুঝায় ?
উত্তরঃ কোনো স্থান বা কর্মক্ষেত্রে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য যে ডিভাইসের মাধ্যমে কর্মচারী-কর্মকর্তাসহ যে-সকল লোকজনের আসা-যাওয়া রয়েছে তাদের তথ্য সংরক্ষণ, নিরীক্ষণ ও শনাক্তকরণ করা যায়, তাকে উপস্থিতি শনাক্তকরণ যন্ত্র বা Attendance device বলে।
২. NVR কী?
উত্তরঃ এনভিআর বলতে বোঝায় নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার, NVR নেটওয়ার্কের সাথে স্নগযুক্ত যেকোনো IP camera থেকে ডাটা গ্রহন করতে পারে এবং তা স্থানীয় ভাবে দূরবর্তী মিডিয়াতে সংরক্ষন করতে পারে ।