অধ্যায় ৯ঃ ফাইল সিস্টেম

অতি সংক্ষিপ্ত


১। File operation কী?

উত্তরঃ File নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। নিচে ফাইল অপারেশন গুলো উল্লেখ করা হল

(১) ফাইল তৈরি

(২) ফাইলে লিখা

(৩) ফাইল রিড করা

(8) ফাইল খুঁজে বের করা

(৫) ফাইল মুছে ফেলা

(৬) ফাইল ছাঁটাই করা


১। NTFS কী?

উত্তরঃ NFTS : New Technology File System . নেটওয়ার্কিং এর ক্ষেত্রে NTFS একটি বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম। উইন্ডোজ এর জন্যই মূল্য NTFS ফাইল সিস্টেম তৈরি করা হয়। NTFS সিক্যুরিটি ফিচার (যেমন-ফাইল লেভেল সিকিউরিটি) প্রদান করে ।