অধ্যায় ১ঃ অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্য সমূহের ধারণা
সংক্ষিপ্ত
১. UNIX-operating system-এর বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ UNIX-operating system-এর বৈশিষ্ট্য
১।Unix, High-level language C-তে লেখা বলে এটি Super, mainframe, mini ও Micro computer-এ ব্যবহার করা যায় এবং একটি হতে অপরটিতে সহজে স্থানাস্থর করা যায়।
২। এটি User-দের সাথে সহজে Interface তৈরি করতে পারে। এটি খুবই Powerful বলে User-এর সকল চাহিদা পুরনে সক্ষম ।
৩। Unix, hierarchical file system ব্যবহার করে, যাতে সহজে ও দক্ষভাবে রক্ষণাবেক্ষণ ও বাস্থবায়ন করা সম্ভব।
৪। Unix peripheral device সমুহকে ফাইলের মত ব্যবহার করে । ফলে ঐ প্রোগ্রাম গুলোকে আক্সেস করা সহজ হয় ।
৫। Unix একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম , এতে একসাথে অনেকগুলো প্রোসেস নিরবাহ করা যায়।