অধ্যায় ৮ঃ স্টোরেজ সিস্টেম (আই/ও সিস্তেম)-এর ধারনা

অতি সংক্ষিপ্ত


১. RAID কী?

উত্তরঃ RAID এর পূর্ণরূপ হল Redundant Arrays of Independent Disks. RAID হল অনেকগুলি স্বাধীন এবং অপেক্ষাকৃত ছোট ডিস্ককে একটি বড় আকারের একক স্টোরেজে একত্রিত করার উপায়।বিভিন্ন ছোট ছোট ডিস্কে Data সংগ্রহ ও অর্গানাইজ করে বড় স্টোরেজ তৈরির পদ্ধতিকে বলা হয় RAID.

ডিস্ক ড্রাইভসমূহ ক্রমশ ছোট এবং পাতলা করে তৈরি করা হচ্ছে এবং দামও তুলনামূলক ভাবে কম। কোন সিস্টেমে কিছু সংখ্যাক ডিস্ক যদি একেত্রে ব্যবহার করা হয় তাহলে ডাটা রিড বা রাইড করা rate improve করা যায়, এছাড়া এই ধরনের বিভিন্ন ডিস্কে থাকায় কোন ডিস্ক সেট আপ থাকলে সিস্টেমের বিস্তততা ও বৃদ্ধি পায়। কারণ ডাটাগুলো redundanttly failure হলেও ডাটা মাল্টিপল ডিস্কে থাকায় নষ্ট হওয়ার সম্ভবনা থাকে না। এভাবে বিভিন্ন ডিস্কেও সংগ্রহ ও অর্গানাইজ করার পদ্ধতিকে বলা হয় Redundant Arrays of Independent Disks (RAID)