অধ্যায় ৯ঃ ফাইল সিস্টেম
সংক্ষিপ্ত
১। File-এর Basic Operation গুলো সংক্ষেপে লেখ।
উত্তরঃ File-এর Basic Operation গুলো হলো
১।ফাইল তৈরিকরণ : দুটি প্রক্রিয়ার অধীনে কোন File তৈরি করা যায়।
২।ফাইলে লিখন (Writing file) : তৈরিকৃত File-এ Writing সম্পন্ন করা। Writing সম্পন্ন করার জন্য অবশ্যই ফাইলে একটি Write pointer থাকে, যা File-এর কোন Location থেকে লেখা শুরু হবে, তা Identify করে দেয়।
৩ ফাইল পঠন (Reading file) 4 Operation-এর মাধ্যমে file থেকে Information Read করা যায়। তবে কোন অংশ থেকে পড়া শুরু হবে অথবা পড়া কোথায় শেষ হবে, তা Identify করার জন্য এখানেও এক ধরনের Pointer কাজ করে।
8 ফাইল খুঁজে বের করা (Repositioning within a file) : এ Operation-এর মাধ্যমে Disk থেকে কোন নির্দিষ্ট File- কে তার নাম, তৈরির সময় ও তারিখ, ফাইলের ধরন ইত্যাদির ওপর ভিত্তি করে খুঁজে বের করা যায়।এটাকে File Searching বা File seeking operation-ও বলা হয়।
২ । File pointer-এর কাজগুলো লেখ।
*উত্তরঃ*যে কোন File-এ Read বা Write operation-এ ব্যবহৃত Pointer-টিই File pointer। সাধারণ অবস্থায় Read বা Write operation সম্পন্ন করতে পারি।১২ যখন কোন File open করা হয়, Windows নিজেই একটি File pointer টিই File-এর জন্য Assign করে। এ File pointer টি একটি 64 bit offset value, যা পরবর্তীতে Read/write-এর address ধারণ করে। যখনই কোন File pointer টি একটি 64 bit offset value, যা পরবর্তীতে Read/write-এর address ধারণ করে। যখনই কোন File open করা হয়, Operation system উক্ত File-এর শুরুতে একটি File pointer যুক্ত করে দেয়, যার Offset value 0 হয় । প্রতেক read Write ওপারেশনের সময় offset value এর মান ও বারতে থাকে।