অধ্যায় ৮ঃ স্টোরেজ সিস্টেম (আই/ও সিস্তেম)-এর ধারনা
সংক্ষিপ্ত
১. I/O system-এর কার্যাবলির লেয়ারগুলোর নাম লেখ।
উত্তরঃ I/O system-এর কার্যাবলির লেয়ারগুলোর নাম -
১।আই/ও সিডিউলিং (I/O Scheduling)
২। বাফারিং (Buffering)
৩। স্পুলিং (Spooling)
৪। ভুল মোকাবেলা (Error handling)
৫। ডিভাইস রিজারভেশন (Device Reservation )
৬। ডাটা ট্রান্সফার মোড নির্ধারণ (Selecting data transfer mode)
৭ ডাটা ট্রান্সফার সিডিউলিং (Data transfer scheduling)
৮।শেয়ারিং (Sharing)
৯। অ্যাকসেস মেথড নির্ধারণ (Selecting Access Method)
১০।ডিভাইসের গতি নির্ধারণ (Identifying device speed)