অধ্যায় ১ঃ অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্য সমূহের ধারণা

অতি সংক্ষিপ্ত


১. GUI কী?

উত্তরঃ GUI-এর পুরো নাম হলো Graphical User Interface (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস)। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বুঝায়। Operating system-এর সাথে Interfacing-এর জন্য ব্যবহারকারী সরাসরি কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার না করে Graphical interface ব্যবহার করে তাকেই GUI বা Graphical user interface বলে।