অধ্যায় ৪ঃ প্রসেস ম্যানেজমেন্ট এবং থ্রেড
অতি সংক্ষিপ্ত
১। Process বলতে কী বোঝায়?
উত্তরঃ নির্বাহরত কোন Program- কেই Process বলা হয়। একটি Process সাধারণত Program counter-এর Current value register এবং Variable-এর সমন্বয়ে গঠিত। প্রোগ্রামের মাধ্যমে দুটি প্রোসেস কে associate করা যায় ।