অধ্যায় ২ঃ অপারেটিং সিস্টেম স্ট্রাকচারের ধারণা
অতি সংক্ষিপ্ত
১. Scheduling algorithms কেন ব্যবহৃত হয়?
উত্তরঃ সিডিউলারের Operation যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের সিডিউলিং অ্যালগরিদম ব্যবহৃত হয়। কম্পিউটারে যখন একাধিক প্রোগ্রাম একসাথে রান করা হয় তখন কোন প্রোগ্রাম আগে রান হবে কোনটি পরে রান হবে তা সিডিউলিং এলগরিদম ব্যবহার করে নিরধারন করা হয় ।