অধ্যায় ৯ঃ হার্ড ডিস্ক এবং অপটিক্যাল ডিস্ক ড্রাইভ

অতি সংক্ষিপ্ত


১. ফ্লাশ মেমোরি বলতে কী বুঝ ?

উত্তরঃ ফ্লাশ মেমোরি হচ্ছে এক ধরনের ছোট নন-ভোলাটাইল মেমোরি ডিভাইস, যার মাধ্যমে দ্রুত গতিতে অধিক পরিমাণ ডাটা ট্রান্সফার করা যায়। Processor ও RAM এর speed mitch থাকে। সধারনত Processor ও RAM এর speed mitchmatch রধ করতে ফ্লাশ মেমোরি ব্যবহার করা হয় ।