অধ্যায় ৩ঃ কিবোর্ড ও মাউস
অতি সংক্ষিপ্ত
১। কী - বোর্ড এনকোডারের প্রধান কাজ কী ?
উত্তরঃ কী - বোর্ড এনকোডারের প্রধান কাজ হচ্ছে কী-কোড উৎপন্ন করা। কী বোর্ডে কোন কী তে চাপ দিলে কীবোর্ড এনকোডার ঐ কী এর জন্য কী কোড তৈরী করে।
২। Key bouncing কী ?
উত্তরঃ কীবোর্ডের কোন কী'কে প্রেস করা হলে এটি মিলি সেকেন্ডের জন্য লাফালাফি করতে থাকে তাই অই কী এর মান কয়েকবার পাওয়া যায় একেই Key bouncing বলে।
৩। Wireless mouse- এর সুবিধা লেখ ।
উত্তরঃ Wireless mouse এর সুবিধা-
১। আকারে ছোট ও ওজনে কম বিধায় সহজে স্থানান্তর যোগ্য।
২। প্রায় 2 থেকে 3 মিটার দূরত্বে বসে থেকেও কাজ করা যায়।
৪। Hardware debouncing- এর মূলনীতি লেখ ।
উত্তরঃ Hardware debouncing- এর মূলনীতি হল- প্রতিটি কী-সুইচের সাথে একটা ল্যচ (Latch) যুক্ত করার মাধ্যমে কীবোর্ড সুইচ হতে ভুল কী প্রেসিং সিগন্যাল উৎপন্ন হওয়া রোধ করা।