অধ্যায় ৪ঃ ডিসপ্লে ও অ্যাডাপ্টার

রচনামূলক


১। ব্লক ডায়াগ্রামসহ LED ডিসপ্লে ইউনিট - এর কার্যনীতি লেখ ।

উত্তরঃ

Led Displey

LED মানে Light Emitting Diode. এটি এমন এক ধরনের স্ক্রিন ডিসপ্লে টেকনোলজি, যা Light source হিসেবে LED প্যানেলকে ব্যবহার করে। বর্তমানে বহু ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিনে LED ডিসপ্লে ব্যবহার করা হয়, যেমন— মোবাইল ফোন, টেলিভিশন, ট্যাবলেট পিসি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি ।

কার্যনীতি: LED ডিসপ্লে ইউনিটের মাধ্যমে রো ও কলাম ডিকোডারের উপর ভিত্তি করে স্ক্রিনে যে-কোনো আলফা-নিউমেরিক(Alphanumeric) ক্যারেক্টার ডিসপ্লে করা যায়। শুরুতেই 7805 IC অর্থাৎ ডিসি পাওয়ার সাপ্লাই (DC power supply) ইউনিট ব্যবহার করে ডিসপ্লে ইউনিটের সকল ব্লকে 5V DC সাপ্লাই দেয়া হয়। পরবর্তীতে 555 IC ক্লক জেনারেটরটি 50 Hz ফ্রিকুয়েন্সি রেঞ্জ এর ক্লক পালস জেনারেট করে এটিকে 4017 Johnson ডিকেড কাউন্টারে প্রেরণ করে। ডিকেড কাউন্টারটি ক্লক জেনারেটর হতে প্রেরিত ইনপুট পালস কাউন্ট করে এবং তাকে BCD ফর্মে কনভার্ট করে ডিকোডার ব্লকে প্রেরণ করে। রো ও কলাম ডিকোডারের সমন্বয়ে গঠিত ডিকোডার ব্লকটি প্রাপ্ত ইনস্ট্রাকশনের ভিত্তিতে LED ডট ম্যাট্রিক্স ব্লকের নির্দিষ্ট রো ও কলামের LED-গুলোকে প্রজ্বলনের মাধ্যমে প্রয়োজনীয় Alphanumeric ক্যারেক্টারকে স্ক্রিনে ডিসপ্লে করে।


২।চিত্রসহ Graphics adapter- এর কার্যপ্রণালি বর্ণনা কর

উত্তরঃ

Grapich Addapter

গ্রাফিক্স অ্যাডাপ্টার (Graphics Adapter) : কম্পিউটারের সাহায্যে Graphics প্রদর্শনের জন্য কম্পিউটারের ভিতরে স্থাপিত বিশেষ ধরনের যে সার্কিট বোর্ডটি কাজ করে, তাকে Graphics Adapter বলে।

কার্যনীতি: নিম্নে আধুনিক গ্রাফিক্স অ্যাডাপ্টার একটি ব্লক ডায়াগ্রামসহ উল্লেখ করা হলঃ প্রায় প্রতিটি Adaptor এর অভ্যান্তরিন কারযনীতি একই রকমের । এর ভিডিও বাফারে ডিসপ্লে প্যাটার্ন জমা থাকে। আডাপ্টরে সেটি হতে ডাটা গ্রহন করে, উপযুক্ত আড্রেস ক্যারেক্টার জেনারেটরের রমের জন্য তৈরী করে । যার সাহায্যে উক্ত ক্যারেক্টরের বা চিত্রের জন্য নিদ্রিস্ট ডট প্যাটার্ন তৈরি করে । উক্ত প্যাটার্ন কে ভিডিও প্রসেসিং সার্কিটের মাধ্যমে প্রসেস করে CRT তে প্রেরন করে। যার সাথে সিনক্রোনাইজিং সিগ্ন্যাল ও যুক্ত হয় । এবং স্কানিং লাইনের জন্য একটি ডট প্যাটার্ন তৈরি হয় ।