অধ্যায় ৮ঃ স্পেশাল আই/ও এস

সংক্ষিপ্ত


১। বায়োমেট্রিক ডিভাইস কি এবং এর বৈশিষ্ট্য লেখ?

উত্তরঃ বায়োমেট্রিক ডিভাইস একটি নিরাপত্তা শনাক্তকরণ এবং প্রমাণীকরন ডিভাইস। এই যন্ত্রগুলো একটি শারীরবৃত্তীয় বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবন্ত ব্যক্তির পরিচয় যাচাই বা স্বীকৃতির জন্য স্বয়ংক্রিয় পদ্ধতি গুলো ব্যবহার করে। এই বৈশিষ্ট্যের মধ্যে আঙুলের ছাপ,মুখের ছবি,আইরিস প্রিন্ট এবং ভয়েস স্বীকৃতি অন্তর্ভুক্ত।


২।মাল্টিমিডিয়া প্রজেক্টের ব্যবহারগুলি লিখ?

উত্তরঃ প্রজেক্টর হলো একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র যা কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস উৎস থেকে ইমেজ ডেটা রূপান্তর করে একটি উজ্জ্বল ইমেজ তৈরি করে, যা বহুগুণে বিবর্ধিত হয়ে দূরবর্তী দেয়ালে বা স্ক্রিনে লেন্স পদ্ধতির মাধ্যমে ফেলা হয়। বহনযোগ্য প্রজেক্টরের জন্য আদর্শ রেজুলেশন এসভিডিএ হলো (8০০×6০০)।এর মূল ব্যবহারগুলো হলোঃ

১.কম্পিউটারে সংরক্ষিত ডেটা বহুগুণ বড় করে প্রদর্শন করা।

২.প্রচুর সংখ্যক গ্রাহকের সামনে প্রদর্শনের মাধ্যমে পন্যের বিভিন্ন দিক তুলে ধরা।

৩. ভিডিও টেপ প্লেয়ার বা ডিজিটাল ভিডিও ডিস্ক প্লেয়ার থেকে চলমান ইমেজ দেখানো।

৪. কোন একটি বিষয়কে intractive ভাবে উপস্থাপন করে মনোযোগ বৃদ্ধি করা যায়।