অধ্যায় ৯ঃ হার্ড ডিস্ক এবং অপটিক্যাল ডিস্ক ড্রাইভ
সংক্ষিপ্ত
১. হার্ডডিস্ক এর বৈশিষ্ট্যসমূহ লেখ?
উত্তরঃ হার্ডডিস্কের বৈশিষ্ট্যসমূহ হলোঃ
-
অ্যালুমিনিয়াম ধাতুর তৈরী গোলাকৃতি শক্ত কতগুলো প্লেটের সমন্বয়ে গঠিত ডিস্ক প্যাকটি একটি ড্রাইভের সাথে দৃঢ়ভাবে আটকানো থাকে।
-
ডিস্কের সাইজ সাধারণত 3.5, 5.25, 8, 10.25, 14 এবং 20 ইঞ্চি হয়ে থাকে।
-
ট্রাকের উপর ডাটা মজুদ থাকে।
-
বর্তমানে(২০১০ সাল) পিসিগুলোতে হার্ডডিস্কের তথ্য ধারণক্ষমতা 2 টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে।অর্থাৎ এর তথ্য ধারণক্ষমতা অনেক বেশি।
-
এতে এলোমেলোভাবে তথ্য প্রবেশ করা বা এটি হতে তথ্য এলোমেলোভাবে পড়া যায়।
-
হার্ডডিস্ক ড্রাইভের ঘূর্ণন গতি ফ্লপি ডিস্ক ড্রাইভের ঘূর্ণন গতির চেয়ে ১০ গুন বেশি।
-
এটি ব্যয়বহুল।
-
এটি খুব দ্রুতগতিসম্পন্ন এবং ড্রাইভিং স্পীড 3600 r. p. m হতে 7200 r. p. m.
২. ফ্লাশ মেমোরি কি?
উত্তরঃ ফ্লাশ মেমোরি হচ্ছে একধরনের ছোট ও সহজে বহনযোগ্য নন-ভোলাটাইল মেমোরি ডিভাইস, যার মাধ্যমে দ্রুত গতিতে অধিক পরিমাণ ডাটা ট্রান্সফার (ফ্লপি ডিস্কের ন্যায়) করা যায়।ফ্লাশ মেমোরি হল এক ধরনের রম। কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যেই এ মেমোরি থেকে ডাটা পড়তে পারে বা কোন ডাটা পাঠাতে পারে। খুব দ্রুত ডাটা স্থানান্তর করা যায় বলে এ মেমোরির নাম ফ্লাশ মেমোরি। এ মেমোরিকে সাধারণত ইউএসবি (USB) পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা যায়। বর্তমানে পেন ড্রাইভ হিসেবে এ মেমোরি বহুল ব্যবহৃত হচ্ছে। ফ্লাশ মেমোরিতে যতবার ইচ্ছা ততবার পুরনো ডাটার স্থানে নতুন ডাটা পাঠানো যায় বা লেখা যায়।