অধ্যায় ৫ঃ ডট ম্যাট্রিক্স প্রিন্টার
রচনামুলক
১. ডটম্যাট্রিক্স প্রিন্টারের অপারেশন বর্ণনা কর।
উত্তরঃ ডট-ম্যাট্রিক্স প্রিন্টারের কার্যনীতি নিম্নে বর্ণনা করা হলঃ
এখানে প্রিন্টার হেডের সম্মুখে অনেকগুলো পাতলা পিন থাকে এবং পিনগুলোকে সলিনয়েড (Solenoid) দ্বারা চালনা করা হয়। যখন যে ক্যারেক্টার প্রিন্ট করতে হয়, তখন সে ক্যারেক্টারের ডটগুলোর অনুরূপ পিনগুলো প্রিন্ট হেড থেকে বেরিয়ে এসে কালি মাখানো রিবনকে কাগজের উপর আঘাত করে। ফলে সেই ক্যারেক্টারের ডটগুলো, অর্থাৎ সেই ক্যারেক্টারটি কাগজে প্রিন্ট হয়ে যায়। ডট-ম্যাট্রিক্স প্রিন্টার একটি সম্পূর্ণ ক্যারেক্টারকে প্রিন্ট করে না। এখানে প্রতিটি ক্যারেক্টার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডট নিয়ে গঠিত। প্রিন্টার হেডটি লাইন বরাবর পর্যায়ক্রমে এক কলাম থেকে অন্য কলামের দিকে মুভ করে থাকে। ডট-ম্যাট্রিক্স প্রিন্টারে দু'টি স্টেপার (Stepper) মোটর থাকে। একটি মোটর প্রিন্টার হেডকে কাগজ বরাবর মুভ করতে সাহায্য করে এবং অপর মোটরটি পরবর্তী ক্যারেক্টার সারির জন্য কাগজটিকে উল্লম্ব বরাবর মুভ করতে সাহায্য করে থাকে।