অধ্যায় ২ঃ সিরিয়াল ইন্টারফেস

অতি সংক্ষিপ্ত


১. DTE ও DCE হিসেবে কোন কোন ডিজভাইসকে ব্যবহার করা হয় ?

উত্তরঃ DTE (Data Terminal Equipment) হিসেবে পেরফেরাল ডিভাইস (keyboard Mouse) কিংবা কম্পিউটার এবং DCE (Data Communications Equipment ) হিসেবে মডেমকে ব্যবহার করা হয়।


২. USART এর পূর্ণ নাম লিখ ।

উওরঃ DUSART এর পূর্ণ নাম হল- Universal Synchronous Asynchronous Receiver Transmitter.