অধ্যায় ৮ঃ ইনপুট/ আউটপুট অপারেশন
অতি সংক্ষিপ্ত
১. Byte stream class বলতে কী বোঝায়?
উত্তরঃ Byte হিসাবে Input/output provide করার জন্য Byte stream ব্যবহৃত হয়। সাধারণত বাইনারি ডাটা রিডিং ও রাইটিং অপারেশন এর সময় বাইট Stream ব্যবহার করা হয়। ইনপুট-আউটপুট ক্যারেক্টার ডাটা অপারেশন এর জন্য ক্যারেক্টার Stream ব্যবহার করা হয়।
২. Java Console বলতে কী বোঝায়?
উত্তরঃ সাধারণত টেক্সটভিত্তিক প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কনসোল মোড ব্যবহৃত হয় । জাভা কনসোল ক্লাস কনসোল থেকে ইনপুট পেতে ব্যবহার করা হয়।