অধ্যায় ২ঃ জাভার বৈশিষ্ট্যসমূহ

রচনামূলক


১. Java Development Environment-এর ধাপগুলো বর্ণনা কর।

উত্তরঃ জাভা ভাষায় প্রোগ্রাম রচনা (Development) ও কম্পাইলার (Compile) করার জন্য নিম্নবর্ণিত ধাপ সমূহ অনুসরণ করতে হয়-

  1. জাভা কম্পাইলার ইন্সটলেশন

  2. সঠিক পাথ সেটিং

  3. প্রোগ্রাম কোডিং

  4. প্রোগ্রাম কম্পাইলিং

  5. প্রোগ্রাম রান করা

জাভা কম্পাইলার ইন্সটলেশনঃ জাভা ভাষায় ব্যবহৃত কম্পাইলরকে জাভা ডেভেলপমেন্ট কিট বা JDK বলে।প্রগ্রাম রচনার জন্য প্রয়োজনীয় টুল এবং সহস্রাধিক ক্লাস ও মেথড এর সমন্বয়ে গঠিত কম্পাইলর হচ্ছে JDK ।এর বেস কিছু ভার্সন আছে। যেমনঃ JDK 1.01 , JDK 1.02, JDK 1.1, JDK 1.2, JDK 1.3 , JDK 1.4 , JDK 1.5 ইত্যাদি। JDK পুরাে সিস্টেমটি কমাপ্রেস আকারে থাকে। তাই কমাপ্রেসকৃত ঐ ফাইলে (JDK 1.3) ডাবল ক্লিক করলে জাভা ইন্সটল শুরু হবে। তবে ইন্সটল করার সময় ড্রাইভ (C:, 0:, E : ইত্যাদি) নির্দিষ্ট করে নেয়া যায়। সাধারণত C: ড্রাইক রক্ষা হিসেবে নির্দিষ্ট করা থাকে। তাই অন্যকোনাে ড্রাইভ সিলেক্ট না করলে কম্পাইলারটি c ড্রাইভের ইন্সটল হবে। জাভা প্রোগ্রাম কম্পাইল, ডিবাগ ও রান করার জন্য JDK (java develegratit kit) এর মধ্যে বেশকিছু সাব ডিরেক্টরি ও টুল বিদ্যমান। নিম্নে \JDK ডিরেক্টরির অধীনে বিদ্যমান সাব ডিরেক্টোরির তলিকা উল্লেখ করা হল:

সাব ডিরেক্টরি বিবরণ

docs

এই সাৰডিরেক্টরিতে HTML ফরম্যাটে লাইব্রেরি ডকুমেন্টসগুলাে বিদ্যমান

bin

সাৰডিরেক্টরিতে কম্পাইলার এবং কম্পাইলিং টুলগুলাে বিদ্যমান।

demo

এই সাবডিরেক্টরিতে কিছু dermo ফাইল আছে।

include

Native method এর ফাইলসমূহ Include সাবডিরেক্টরিতে বিদ্যমান।

src

লাইব্রেরি ফাংশনসমূহের সাের্স ফাইলগুলাে src সাবডিরেক্টরিতে বিদ্যমান।

lib

এই সাবডিরেক্টরিতে লাইব্রেরি ফাইলসমূহ বিদ্যমান।