অধ্যায় ২ঃ জাভার বৈশিষ্ট্যসমূহ
রচনামূলক
১. Java Development Environment-এর ধাপগুলো বর্ণনা কর।
উত্তরঃ জাভা ভাষায় প্রোগ্রাম রচনা (Development) ও কম্পাইলার (Compile) করার জন্য নিম্নবর্ণিত ধাপ সমূহ অনুসরণ করতে হয়-
-
জাভা কম্পাইলার ইন্সটলেশন
-
সঠিক পাথ সেটিং
-
প্রোগ্রাম কোডিং
-
প্রোগ্রাম কম্পাইলিং
-
প্রোগ্রাম রান করা
জাভা কম্পাইলার ইন্সটলেশনঃ জাভা ভাষায় ব্যবহৃত কম্পাইলরকে জাভা ডেভেলপমেন্ট কিট বা JDK বলে।প্রগ্রাম রচনার জন্য প্রয়োজনীয় টুল এবং সহস্রাধিক ক্লাস ও মেথড এর সমন্বয়ে গঠিত কম্পাইলর হচ্ছে JDK ।এর বেস কিছু ভার্সন আছে। যেমনঃ JDK 1.01 , JDK 1.02, JDK 1.1, JDK 1.2, JDK 1.3 , JDK 1.4 , JDK 1.5 ইত্যাদি। JDK পুরাে সিস্টেমটি কমাপ্রেস আকারে থাকে। তাই কমাপ্রেসকৃত ঐ ফাইলে (JDK 1.3) ডাবল ক্লিক করলে জাভা ইন্সটল শুরু হবে। তবে ইন্সটল করার সময় ড্রাইভ (C:, 0:, E : ইত্যাদি) নির্দিষ্ট করে নেয়া যায়। সাধারণত C: ড্রাইক রক্ষা হিসেবে নির্দিষ্ট করা থাকে। তাই অন্যকোনাে ড্রাইভ সিলেক্ট না করলে কম্পাইলারটি c ড্রাইভের ইন্সটল হবে। জাভা প্রোগ্রাম কম্পাইল, ডিবাগ ও রান করার জন্য JDK (java develegratit kit) এর মধ্যে বেশকিছু সাব ডিরেক্টরি ও টুল বিদ্যমান। নিম্নে \JDK ডিরেক্টরির অধীনে বিদ্যমান সাব ডিরেক্টোরির তলিকা উল্লেখ করা হল:
সাব ডিরেক্টরি | বিবরণ |
---|---|
docs | এই সাৰডিরেক্টরিতে HTML ফরম্যাটে লাইব্রেরি ডকুমেন্টসগুলাে বিদ্যমান |
bin | সাৰডিরেক্টরিতে কম্পাইলার এবং কম্পাইলিং টুলগুলাে বিদ্যমান। |
demo | এই সাবডিরেক্টরিতে কিছু dermo ফাইল আছে। |
include | Native method এর ফাইলসমূহ Include সাবডিরেক্টরিতে বিদ্যমান। |
src | লাইব্রেরি ফাংশনসমূহের সাের্স ফাইলগুলাে src সাবডিরেক্টরিতে বিদ্যমান। |
lib | এই সাবডিরেক্টরিতে লাইব্রেরি ফাইলসমূহ বিদ্যমান। |