অধ্যায় ২ঃ জাভার বৈশিষ্ট্যসমূহ
অতি সংক্ষিপ্ত
১. Identifier বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রোগ্রামে ব্যবহৃত Variable, constant, class, object, label, structure, pointer, array, method ইত্যাদিকে Identify করার জন্য যে নাম বা শব্দ ব্যবহার করা হয়, তাকে Identifier বলে।
২. দুটি Java keyword-এর নাম ও কাজ লেখ।
উত্তরঃ দুটি Java keyword-এর নাম হলো :-
-
break
-
byte
৩. JDK কী?
উত্তরঃ JDK এর পূর্ণনাম Java Development Kit প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজনীয় টুল এবং সহস্রাধিক ক্লাস ও মেথডসমূহ যে সিস্টেমের মধ্যে থাকে তাকেই JDK বলে।
৪. Java Console বলতে কী বোঝায়?
উত্তরঃ সাধারণত টেক্সটভিত্তিক প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কনসোল মোড ব্যবহৃত হয় ।