অধ্যায় ৫ঃ ইনহেরিটেন্স ও পলিমরফিজম

অতি সংক্ষিপ্ত


১. Multilevel inheritance কী?

উত্তরঃ যখন কোন সাব ক্লাস অপর কোন সুপার ক্লাসের সাব ক্লাস থেকে এক বা একাধিক বৈশিষ্ট্য ইনহেরিট করে ,তখন সেই প্রক্রিয়াকে Multilevel inheritance বলে ।


২. Java Program Polymorphism বলতে কী বোঝায়?

উত্তরঃ পলিমরফিজম শব্দটি ‘পলি' ও ‘মরফিজম' নামক দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। যাদের অর্থ যথাক্রমে 'বহু' এবং 'রূপ'। অর্থাৎ‍ ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের 'বহু রূপ' ধারণ করা বা ভিন্ন ভিন্ন ফল প্রদান করার প্রক্রিয়াকে পলিমরফিজম বলে।