অধ্যায় ১০ঃ জাভার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক

সংক্ষিপ্ত


১. TCP ও UDP এর মাঝে পার্থক্য লেখ।

উত্তরঃ নিচে TCP ও UDP-এর মাঝে পার্থক্য দেয়া হলো

TCP UDP

১। TCP এর পূর্ণরূপ হচ্ছে- Transmission Control Protocal.

১। UDP এর পূর্ণরূপ হচ্ছে User Datagram Protocal.

২। TCP তথ্য প্রেরণের আগে কম্পিউটারগুলোর মধ্যে একটি সংযোগ স্থাপন করে।

২। UDP সিস্টেম প্রাপ্তির জন্য প্রস্তুত কি না তা পরীক্ষা না করে সরাসরি গ্রাহক কম্পিউটারে ডাটা প্রেরণ করে।

৩। TCP বেশি ব্যবহার উপযোগী।

৩। UDP কম ব্যবহার উপযোগী।

৩। এতে ডাটা আইটেম সংযোজন করাকে ENQUEUE বলে ও বিয়োজন করাকে DEQUEUE বলে।

৪। TCP-এর বিশ্বস্ততা বেশি।

৪। UDP-এর বিশ্বস্ততা কম।

৫। TCP protocal- HTTP, HTTPS, FTP, SMTP 4 Telnet.