অধ্যায় ১০ঃ জাভার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
সংক্ষিপ্ত
১. TCP ও UDP এর মাঝে পার্থক্য লেখ।
উত্তরঃ নিচে TCP ও UDP-এর মাঝে পার্থক্য দেয়া হলো
TCP | UDP |
---|---|
১। TCP এর পূর্ণরূপ হচ্ছে- Transmission Control Protocal. | ১। UDP এর পূর্ণরূপ হচ্ছে User Datagram Protocal. |
২। TCP তথ্য প্রেরণের আগে কম্পিউটারগুলোর মধ্যে একটি সংযোগ স্থাপন করে। | ২। UDP সিস্টেম প্রাপ্তির জন্য প্রস্তুত কি না তা পরীক্ষা না করে সরাসরি গ্রাহক কম্পিউটারে ডাটা প্রেরণ করে। |
৩। TCP বেশি ব্যবহার উপযোগী। | ৩। UDP কম ব্যবহার উপযোগী। |
৩। এতে ডাটা আইটেম সংযোজন করাকে ENQUEUE বলে ও বিয়োজন করাকে DEQUEUE বলে। | ৪। TCP-এর বিশ্বস্ততা বেশি। |
৪। UDP-এর বিশ্বস্ততা কম। | ৫। TCP protocal- HTTP, HTTPS, FTP, SMTP 4 Telnet. |