অধ্যায় ৩ঃ ডাটা টাইপ, ভেরিয়েবল, অ্যারে, অপারেটর ও কন্ট্রোল স্টেটমেন্ট
অতি সংক্ষিপ্ত
১. Dynamic initialization কী?
উত্তরঃ ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় একই সাথে এর মান নির্ধারণ করে দেয়াকে ভেরিয়েবলের ডাইনামিক ইনিশিয়ালাইজেশন বলে। যেমন- int length = 10; float PI = 3.1416; ইত্যাদি।
২. Primitive data type বলতে কী বোঝায়?
উত্তরঃ জাভায় যে-সব বিল্ট-ইন ডাটা টাইপ ব্যবহৃত হয় তাদেরকে প্রিমিটিভ ডাটা টাইপ বলে ।
যেমন- int, char, float, double, boolean, byte, short, long ইত্যাদি।
৩. Java Program-এ Array ঘোষণার একটি Statement Credit লিখ ।
উত্তরঃ Datatype ArrayName[];
ArrayName =new Data Type [ ArraySize ];
আবার উপরোক্ত দুই স্টেটমেন্টকে একত্রে এভাবেও লেখা যায় :
Datatype ArrayName[ ]=new Data Type [ Array Size ];