অধ্যায় ৭ঃ মাল্টিথ্রেড প্রোগ্রামিং

অতি সংক্ষিপ্ত


১. Thread কী ?

উত্তরঃ একই সময়ে এক সাথে একাধিক কাজ করার প্রক্রিয়াকে থ্রেড (Thread) বলে। যেমন- মিডিয়া প্লেয়ারে গান শোনা, এমএসওয়ার্ডে ডকুমেন্ট কম্পোজ করা ও প্রিন্টারে প্রিন্ট করা, এই তিনটি কাজ একই সময়ে এক সাথে করার প্রক্রিয়াই হচ্ছে থ্রেড।