অধ্যায় ৯ঃ টাপল

অতি সংক্ষিপ্ত


১. পাইথন প্রোগ্রামে ডিকশনারি কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ ডিকশনারি এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যার মধ্যে ডাটাগুলো জোড়ায় জোড়ায় থাকে। জোড়ার প্রথম অংশকে বলা হয় কি (key) আর দ্বিতীয় অংশকে বলা হয় ভ্যালু (Value) এ ভ্যালুগুলোকে অ্যাক্সেস করা হয় নির্দিষ্ট কি (key) ভ্যালু দিয়ে। অর্থাৎ পাইথন প্রোগ্রামে কোনো ডাটা ম্যানুয়ালি সার্চ করার প্রয়োজন হলে ডিকশনারি ব্যবহার করা হয়।