অধ্যায় ১০ঃ ফাংশন
অতি সংক্ষিপ্ত
১. ফাংশন আরগুমেন্ট বলতে কী বুঝায়?
উত্তরঃ যখন একটি ফাংশন কল করা হয় তখন ঐ ফাংশন এর প্যারামিটারের টাইপ, অর্ডার এবং নাম্বার অনুসারে ভ্যালু পাস করা হয়। এই ভ্যালুকেই ফাংশন এর আরগুমেন্ট বলা হয়।
উত্তরঃ যখন একটি ফাংশন কল করা হয় তখন ঐ ফাংশন এর প্যারামিটারের টাইপ, অর্ডার এবং নাম্বার অনুসারে ভ্যালু পাস করা হয়। এই ভ্যালুকেই ফাংশন এর আরগুমেন্ট বলা হয়।