অধ্যায় ২ঃ পাইথন প্রোগ্রামিং-এর মৌলিক ধারণা

সংক্ষিপ্ত


১. পাইথন আইডেন্টিফায়ার তৈরির নিয়মাবলি লেখ।

উত্তরঃ নিম্নে পাইথন আইডেন্টিফায়ার তৈরির নিয়মাবলি লেখা হলোঃ

ক) আইডেন্টিফায়ারের নাম 'A থেকে Z' অথবা 'a থেকে z' অথবা underscore () দিয়ে শুরু হয় এবং এরপর যে কোনো অক্ষর, underscore কিংবা সংখ্যা (0-9) ব্যবহৃত হয়।
খ)Python এর Identifier হিসেবে @, $, % ইত্যাদি বিশেষ চিহ্নগুলো ব্যবহার করা যায় না।
গ)Python কেইজ সেন্সিটিভ ল্যাংগুয়েজ, অর্থাৎ A এবং a এখানে আলাদা অর্থ বহন করে। যেমন- Python identifier এ Computer এবং Computer- এই দুটি শব্দ আলাদা অর্থ বহন করে এবং তারা ভিন্ন ভিন্ন আইডেন্টিফায়ার।শুধুমাত্র Class Name-গুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, অন্য সবকিছুর নামকরণ শুরু হয় ছোট হাতের অক্ষর দিয়ে।
ঘ)কোনো Identifier যদি শুধুমাত্র একটি underscore () দিয়ে শুরু হয় তবে তার অর্থ হচ্ছে এটি একটি "Private Identifier".
ঙ)যদি কোনো Identifier পর পর দুটি underscore () দিয়ে শুরু হয় তবে সেটি “Strongly Private Identifier".
চ) যদি কোনো Identifier পর পর দুটি underscore (…​) দিয়ে শেষ হয়, তবে তাকে “Language Defined Special Name” বলে।