অধ্যায় ৭ঃ লুপিং
অতি সংক্ষিপ্ত
১. Continue স্ট্যাটমেন্টের কাজ কী?
উত্তরঃ Continue স্টেটমেন্টের কাজ হলো Continue স্টেটমেন্ট পাওয়া মাত্রই লুপের এক্সিকিউশন তাৎক্ষণিকভাবে থেমে যাবে ঠিকই কিন্তু লুপ থেকে বের হবে না। শুধুমাত্র কন্ডিশনের অংশটুকু বাদ দেবে এবং প্রোগ্রামের বাকি অংশের কাজ সম্পন্ন করবে।
২.পাইথনের দুটি লুপ স্ট্যাটমেন্টের নাম লেখ।
উত্তরঃ পাইথনে ব্যবহৃত দুটি লুপিং ফ্লো স্টেটমেন্ট হলো :
-
for স্টেটমেন্ট
-
while স্টেটমেন্ট