অধ্যায় ১ঃ প্রোগ্রামিং-এর মৌলিক ধারণা
সংক্ষিপ্ত
১. অ্যালগরিদম ও ফ্লো-চার্টের মাঝে পার্থক্য কী?
উত্তরঃ
অ্যালগরিদম | ফ্লো-চার্টের |
---|---|
লিখিত নির্দেশেরপর্যায়ক্রমিক ধাপসমূহকে অ্যালগরিদম বলে। | অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট। |
অ্যালগরিদম বর্ণনামূলক। | ফ্লোচার্ট চিত্রমূলক। |
অ্যালগরিদমে কোনো চিত্রাংশ ব্যবহার করা হয় না। | ফ্লোচার্টে চিত্রাংশ ব্যবহার করতে হয়। |
অ্যালগরিদম হলো সমস্যার সিদ্ধান্ত গ্রহণ। | ফ্লোচার্ট হলো চিত্রের মাধ্যমে প্রোগ্রামের গতি প্রবাহ। |