অধ্যায় ১ঃ প্রোগ্রামিং-এর মৌলিক ধারণা

সংক্ষিপ্ত


১. অ্যালগরিদম ও ফ্লো-চার্টের মাঝে পার্থক্য কী?

উত্তরঃ

অ্যালগরিদম ফ্লো-চার্টের

লিখিত নির্দেশেরপর্যায়ক্রমিক ধাপসমূহকে অ্যালগরিদম বলে।

অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট।

অ্যালগরিদম বর্ণনামূলক।

ফ্লোচার্ট চিত্রমূলক।

অ্যালগরিদমে কোনো চিত্রাংশ ব্যবহার করা হয় না।

ফ্লোচার্টে চিত্রাংশ ব্যবহার করতে হয়।

অ্যালগরিদম হলো সমস্যার সিদ্ধান্ত গ্রহণ।

ফ্লোচার্ট হলো চিত্রের মাধ্যমে প্রোগ্রামের গতি প্রবাহ।