অধ্যায় ১ঃ প্রোগ্রামিং-এর মৌলিক ধারণা
অতি সংক্ষিপ্ত
১. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলতে কী বুঝায়?
উত্তরঃ প্রোগ্রাম বা সফটওয়্যারসমূহ রচনা করা হয়, সে-সব ল্যাংগুয়েজকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে। যেমন- ForTran, COBOL, BASIC, C, C++, C#, Java, Oracle, Pascal ইত্যাদি।
২.কম্পাইলারের কাজ কী?
উত্তরঃ কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক, যা হাই লেভেল ল্যাংগুয়েজে লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাংগুয়েজে রূপান্তর করে, প্রোগ্রামের মধ্যে ভুলত্রুটি (Error/bug) থাকলে সংশোধন (Debug) করে এবং প্রয়োজনীয় সহায়ক ফাইল যুক্ত করে এক্সিকিউটেবল (.exe) ফাইলে রূপান্তরিত করে।
৩. কম্পিউটার প্রোগ্রামিং-এ ফ্লো চার্টের কাজ কী?
উত্তরঃ কম্পিউটার প্রোগ্রামিং-এ কোন সমস্যার সমাধান চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই ফ্লো চার্টের কাজ।