অধ্যায় ৮ঃ স্পেশাল আই/ও এস
অতি সংক্ষিপ্ত
১। Scanning বলতে কী বোঝায় ?
উত্তরঃ Scanning হল পর্দায় প্রতিবিম্ব তৈরি করার এমন একটি পদ্ধতি, যাতে ইলেকট্রন বীমকে পর্দার বাম হতে ডানে এবং উপর থেকে নিচের দিকে ছোটাছুটি করানো হয়। Scanning এর সাহায্যে একটি ছবিকে ভেঙ্গে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে একটার পর একটা লাইন আকারে ছবি তোলা হয়।
২। বায়োম্যাট্রিক ডিভাইস কাকে বলে ?
উত্তরঃ বায়োমেট্রিক ডিভাইসগুলি মানুষের স্বাস্থ্য / ফিটনেস অনুমোদনের মতো কার্য সম্পাদন করতে জৈবিক উপাদানগুলি (fingerprint, eye Scan) ব্যবহার করে।