অধ্যায় ১ঃ ইন্টারফেসিং
রচনামুলক
১. ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেসিং - এর বর্ণনা দাও ।
উত্তরঃ
কার্যাবলীঃ উপরের চিত্রে জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেসের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করা হল। এতে ইন্টারফেস ইউনিটের সাথে একটি Parallel I/O port সংযুক্ত থাকে। CPU to peripherals এ ডাটা transmission এর ক্ষেত্রে CPU হতে Data প্রথমে Buffer Register এ জমা হয়। পরবর্তীতে Status Register, Control Register ও Address Comparetor এর বিভিন্ন Signal আদান-প্রদানের পর যখন peripheral এ ডাটা Receive করার উপযোগী হয় তখন C1 control Line এর মাধ্যমে ডাটা Transmission সম্পন্ন হয়। অনুরুপ ভাবে peripheral to CPU তে ডাটা transmission এর ক্ষেত্রে C2 control Line এর মাধ্যমে peripheral হতে Data Buffer Register এ এসে জমা হয়। পরবর্তীতে Data Bus এর সাহায্যে CPU তে ডাটা transmission সম্পন্ন হয়।
২. চিত্রসহ Analog ইন্টারফেসিং - এর ধাপগুলোর বর্ণনা দাও ।
উত্তরঃ
অ্যানালগ ইন্টারফেসিং এর ধাপগুলো বর্ণনা করা হলোঃ
ধাপ -১ঃসেন্সরের মাধ্যমে চাপ,তাপ,প্রবাহ অথবা অন্যান্য যেকোন ফিজিক্যাল রাশিকে ইলেক্ট্রিক্যাল সিগন্যাল এ রুপান্তরিত করা হয়
ধাপ-২ঃ সেন্সর হতে প্রাপ্ত ইলেক্ট্রিক্যাল সিগন্যাল গুলোর মান খুবই কম হলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিটের মাধ্যমে তাদেরকে অ্যামপ্লিফাই করা হয় এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োজনে সিগন্যাল গুলোকে ফিল্টার করা হয়।এ অ্যামপ্লিফায়ার সার্কিট গুলোকে অপ-অ্যাম্প
ধাপ-৩ঃপরবর্তিতে এ সিগন্যাল গুলোকে A/D কনভার্টারের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল এ পরিবর্তন করা হয়।
ধাপ-৪ঃ এর উক্ত ডিজিটাল ডাটা গুলোকে বাসের মাধ্যমে মাইক্রোপ্রসেসর এ পাঠানো হয়।মাইক্রোপ্রসেসর উক্ত সিগন্যাল গুলোর ডাটা সিগন্যালগুলো প্রসেস করে থাকে।
ধাপ-৫ঃ প্রসেসকৃত সিগন্যালগুলোকে পুনরায় ডি/এ কনভার্টারের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে আউটপুট ডিভাইসে পাঠানো হয়।