অধ্যায় ১ঃ ইন্টারফেসিং

সংক্ষিপ্ত


১. ডিজিটাল ও অ্যানালগ ইন্টারফেসিং এর মধ্যে পার্থক্য লিখ।

উত্তরঃ Digital ও Analog interfacing এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

Digital interfacing Analog interfacing

মাইক্রোপ্রসেসর ও পেরিফেরালস এর মধ্যে ইন্টারফেসিং ই হল ডিজিটাল ইন্টারফেসিং।

Analog ও Digital device এর মধ্যে ইন্টারফেসিং করার জন্য অ্যানালগ ইন্টারফেসিং ব্যবহার করা হয়। হয়।

ডিজিটাল কম্পিউটার এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

যেকোন Industrial Process Control system এa log interfacing ব্যবহৃত হয়।

ইন্টারফেসিং ইউনিট হিসেবে পোর্ট ব্যবহৃত হয়।

Interfacing unit হিসেবে আলাদা Device ব্যবহৃত হয়।

এ ইন্টারফেসিং কম্পিউটার বাসের সাথে ইন্টারফেসিং ইউনিট স্থাপন করে অন্যান্য I/O device এর সাথে যোগাযোগ রক্ষা করে।

এ ইন্টারফেসিং এ বাস ব্যবস্থার সাথে কনভার্টার ব্যবহার করে অন্যান্য I/O device এর সাথে যোগাযোগ রক্ষা করা হয়।


২. ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা লিখ।

উত্তরঃ মূলত মাক্রোপ্রসেসর এর কাজ হলো ইনপুট ডিভাইস ( Keyboard, mouse, joystick, light pen, OMR, OCR, AD Converter ) হতে ডাটা ইনপুট নেয়া, মেমোরি হতে instruction বা নির্দেশ পড়া, প্রাপ্ত নির্দেশনার মাধ্যমে ইনপুটকৃত ডাটা নিয়ে প্রয়োজনীয় অপারেশন সম্পন্ন করা এবং ফলাফল আউট পুট ডিভাইসে পাঠানো বা প্রদর্শন করানো। কিন্তু উপরোক্ত কার্যাবলি মাইক্রোপ্রসেসর নিজে নিজে করতে পারে না। সে জন্য মাইক্রোপ্রসেসর ও অন্যান্য ডিভাইস সমূহের মধ্যে ফিজিক্যাল কানেকশন ও লজিক্যাল কানেকশন অর্থাৎ ইন্টারফেসিং এর দরকার পড়ে। তাছাড়া মানুষ ও কম্পিউটার কিংবা কম্পিউটার বা Outer World এর মধ্যে Communication Establish করার ক্ষেত্রে ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা অপরিসীম।