অধ্যায় ৩ঃ কিবোর্ড ও মাউস
সংক্ষিপ্ত
১। চিত্রসহ মেমব্রেন কী সুইচ বর্ণনা করঃ
উত্তর:
মেমব্রেন কী সুইচ একটি বিশেষ ধরনের কী সুইচ। এটি প্লাস্টিকের বা রাবারের তিনটি স্তর দ্বারা গঠিত। উপরের স্তরে কনডাকটিং লাইন থাকে, যা প্রতিটি সুইচের জন্য একটি সারি বহন করে। মধস্তরে একটি গর্ত থাকে যা সুইচটিকে উপরে উঠানামা করতে সাহায্য করে। নিচের স্তরের কনডাকটিং লাইন প্রতিটি সুইচের জন্য একটি কলাম বহন করে। প্রতিটি লাইনে সিলভার ধাতুর লেপন থাকে। যখন একটি কি চাপ দেওয়া হয়, তখন কনডাকটিং সারি লাইনটি গর্তের ভিতর দিয়ে কনডাকটিং কলাম লাইনের সাথে সংযুক্ত হয়, ফলে কি প্রেসিং সিগনাল উৎপন্ন হয়।
৪। ওয়্যারলেস মাউসের কার্যনীতি লিখ।
উত্তরঃ ওয়্যাররলেস মাউসের ক্ষেত্রে মাউসটিকে যখন ডানে বামে কিংবা সামনে পিছনে মুভ করানো হয় তখন অপটিক্যাল মাউস সেন্সর মাউসের মুভমেন্ট ও অন্যান্য নির্দেশনাগুলি সনাক্ত করে। পরবর্তীতে সনাক্তকৃত যাবতীয় সিগন্যাল কে মাইক্রো কন্ট্রোলার এনকোড করে। তারপর অ্যামপ্লিফায়ার এনকোডকৃত সিগনাল কে অ্যামপ্লিফাই করার পর RF Transmitter টি 916.48 MHz ISM ( Industry, Scientific, Medical) RF signal তৈরী করে রিসিভারের কাছে পাঠায়। রিসিভার প্রান্তের RF রিসিভার টি তখন RF ট্রান্সমিটার কর্তৃক প্রেরিত সিগনাল কে রিসিভ করে এবং এতে অবস্থিত মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে সিগনাল টিকে ডিকোড করে পরবর্তী কাজের জন্য কম্পিউটারে পাঠানো হয়। সবশেষে কম্পিউটার মাউসের নির্দেশনা অনুযায়ী যাবতীয় কাজ সম্পন্ন করে।