অধ্যায় ৫ঃ ডট ম্যাট্রিক্স প্রিন্টার

অতি সংক্ষিপ্ত


১. হার্ড কপি বলতে কী বোঝায় ?

উত্তরঃ কাগজের উপর কোন লেখাকে প্রিন্ট করা হলে তাকে হার্ড কপি বলে।


২. পেপার ফীড রোলারের কাজ কী ?

উত্তরঃ পেপার ফিড রোলারের মাধ্যমে ম্যানুয়ালি পেপার প্রিন্টারে যুক্ত করা যায় আবার পেপার বের করে ফেলা যায়।


৩. টাচ স্কিন কি ধরনের ডিভাইস ?

উত্তরঃ টাচ স্কিন একই সাথে Input ও Output ডিভাইস ।


৪. প্রিন্টার কত প্রকার কি কি?

উত্তরঃ প্রিন্টার প্রধানত দুই প্রকার। যথাঃ

  1. Impact Printer

  2. Non-Impact Printer.

প্রিন্টিং সিকুয়েন্স অনুসারে প্রিন্টার ২ প্রকার

  1. সিরিয়াল প্রিন্টার

  2. প্যারালাল প্রিন্টার