বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম শিক্ষায়তন-"ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট" । অবিভক্ত বাংলার প্রাচীন শহর রংপুর এ অঞ্চলের শিক্ষা বিস্তারে ২০১১ সাল থেকে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট কাজ করে আসছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি রংপুর শহরের মুন্সিপাড়া কেরামতিয়া মসজিদ পূর্বগেট, নবাবগঞ্জবাজার রোডে অবস্থিত। শিক্ষায়তনটি-উত্তরাঞ্চলের কারিগরি শিক্ষাঙ্গনে তথা বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠের মর্যাদা লাভ করেছে।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষামূলক কোর্স করানো হয়। ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ হলঃ সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি ,কম্পিউটার টেকনোলজি ,মেকানিক্যাল টেকনোলজি , আর্কিটেকচার ,টেক্সটাইল টেকনোলজি, গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং , সিভিল কন্সট্রাকশন ইন্টিরিওর ডিজাইন ও ইলেকট্রোমেডিকেল ।
বিশ্বব্যাংক থেকে উপবৃত্তিঃ বাংলাদেশের ১৬২ টি পলিটেকনিকের মধ্যে ইমেজ পলিটেকনিক অন্যতম হওয়ায় বিশ্বব্যাক/স্টেপসহ সরকারী যেকোন বৃত্তি আমাদের শিক্ষার্থীরা অর্জন করে।
মূল ক্যাম্পাসে রয়েছে বহুতল বিশিষ্ট একাডেমি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ ভবন, ল্যাবরেটরী এবং একটি অডিটোরিয়াম।