প্যাসিফিক পলিটেকনিক ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্যাসিফিক পলিটেকনিক ইন্সটিটিউট সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজীতে পরিবেষ্টিত এবং ইন্সটিটিউটের একাডেমিক কাম প্রশাসনিক ভবনের সামনে আলোক সজ্জায় সজ্জিত ফোয়ারা সম্বলিত মনোমুগ্ধকর ফুলের বাগান অবস্থিত।
বর্তমানে প্রতিষ্ঠানটি রংপুর শহরের পায়রা চত্বর থেকে পূর্ব দিকে, ইন্দ্রা মোড় (হারাগাছ রোড) এ অবস্থিত। শিক্ষায়তনটি-উত্তরাঞ্চলের কারিগরি শিক্ষাঙ্গনে তথা বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠের মর্যাদা লাভ করেছে ।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডেও অধীনে বিভিন্ন ধরনের কারিগরি কোর্স করানো হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল টেকনোলজি রয়েছে ।