ইউনাইটেড পলিটেকনিক ইন্সটিটিউট(UPI) সাতমাথা, মাহিগঞ্জ, রংপুর, বাংলাদেশের শিক্ষার অবদানে ও মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষাঙ্গনে একটি সু-পরিচিত ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান।
মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য এই অঞ্চলের বিশাল জনোগোষ্ঠীকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দ্যেশ্য।
বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও টেকসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলা ও কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৩ সাল থেকে ইউনাইটেড পলিটেকনিক ইন্সটিটিউট-এর যাত্রা শুরু হয়েছে ।
বর্তমানে এই প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।