টেকনোলজি
ফুড টেকনোলজি মুলত ফুড সেফটি, হাইজিন, ফুড সাইন্স অ্যান্ড নিউট্রেশন, ফুড প্লান্ট, ক্যাটারিং ম্যানেজমেন্ট, ফুড মাইক্রোবায়োলজি, প্যাকেজিং, ডেইরি প্রোডাক্ট, প্রিজারভেশন, , বেভারেজ প্রোডাক্ট, ব্যাকারি প্রোডাক্ট, ইত্যাদি বিষয়ের উপর প্রতিষ্ঠিত । কোর্স শেষ করার পর বিভিন্ন ফুড ও বেভারেজ কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে ।
মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এর সমন্বিত রূপ ।মেকাট্রনিক্স টেকনোলজি মুলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়াল, ইঞ্জিনিয়ারিং মেশিন্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ক্যাড এন্ড ক্যাম , রোবোটিক্স, ম্যানুফ্যাকচার এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, PLC, থার্মোডাইনামিক্স ইত্যাদি বিষয়গুলো নিয়ে গঠিত।
ইলেকট্রনিক্স ডিভাইস ও সার্কিট , পিসিবি ডিজাইন, রোবোটিক্স , মাইক্রো কন্ট্রোলার, ইলেক্ট্রনিক্স সার্ভিসিং, অটোমেশন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ইলেকট্রনিক্স টেকনোলজি সাজানো । এই টেকনোলজিতে পড়লে বিভিন্ন মোবাইল কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি গুলতে চাকুরির সুযোগ রয়েছে।
পাইথন প্রোগ্রামিং , জাভা প্রোগ্রামিং , ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন , ডাটাবেজ ম্যানেজমেন্ট, কম্পিউটার নেটওয়ারকিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেস্টিং ইত্যাদি বিষয়ের সমন্বয়ে কপম্পিউটার টেকনোলজি গঠিত । দেশে বিদেশে দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে ।
ইলেকট্রিক্যাল টেকনোলজি এসি মেশিন, ডিসি মেশিন,সিগন্যাল প্রসেসিং, পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন , অ্যাপ্লায়েড মেকানিক্স ইত্যাদি বিষয় নিয়ে গঠিত। পড়াশুনা শেষ করার পর আপনি দেশে বিদেশে বিদ্যুৎ বিভাগে , পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, পাওয়ার প্লান্টে চাকুরির আবেদন করতে পারবেন ।
রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং টেকনোলজি- আটোমোবাইল, RAC সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট, সার্কিট আন্ড ইলেকট্রিকাল মেশিন, ট্রান্সপোর্ট RAC , মেটালজি, CAD & CAM, কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যল্কুলেশন, ফুড প্রিজারভেশন , মেকাট্রনিক্স, PLC, ম্যনুফেকচারিং প্রসেস ইত্যাদি প্রযুক্তি কভার করে।
অন্যান্য পলিটেকনিক
ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।
আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন