২০০৮ সালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এটি কিশোরগঞ্জ জেলার একটি মধ্য-স্তরের প্রকৌশল প্রতিষ্ঠান। এই ৪ -বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি এবং প্রথম বর্ষের ক্লাস-ইঞ্জিনিয়ারিং ২০০৮ সালে মাত্র ৪৮ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এখন চারটি টেকনোলজি রয়েছে , যেমন কম্পিউটার, রেফ্রিজারেশন এবং এয়ার-কন্ডিশনিং,ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ ৪-বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এবং ফুড-ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। এই পলিটেকনিকের উপবৃত্তি সুবিধা রয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ পলিটেকনিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির জন্য সেরা।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জ জেলা শহর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে কিশোরগঞ্জ-করিমগঞ্জ মহাসড়কের পাশে জঙ্গলবাড়ি নামক স্থানে অবস্থিত। ৫ একর জমির উপরে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়।
মূল ক্যাম্পাসে পাঁচ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ও একটি একাডেমিক ভবন, ওয়ার্কশপ, গ্রন্থাগার, মসজিদ, ৫০০ আসন বিশিষ্ট মিলানায়তন ও আইটি সেন্টার রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ৪ তলা বিশিষ্ট দুটি ছাত্রাবাস রয়েছে।