ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

Dhaka Mahila Polytechnic Institute

আগারগাও শিক্ষা পল্লী ঢাকা

+880 2-55007169

Technology

টেকনোলজি

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি

Computer Science & Technology

পাইথন প্রোগ্রামিং , জাভা প্রোগ্রামিং , ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন , ডাটাবেজ ম্যানেজমেন্ট, কম্পিউটার নেটওয়ারকিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেস্টিং ইত্যাদি বিষয়ের সমন্বয়ে কপম্পিউটার টেকনোলজি গঠিত । দেশে বিদেশে দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে ।

ইলেক্ট্রোমেডিকেল টেকনোলজি

Electromedical Technology

মেডিকেল ট্রান্সডুসার এন্ড সেন্সর, ডেন্টাল ইকুইপমেন্ট, রেডিওলজি এন্ড ইমেজিং ইকুইপমেন্ট, ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক এন্ড ল্যাবরেটরি ইকুইপমেন্ট, আইসিইউ এবং সিসিইউ ইকুইপমেন্ট, ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ইলেক্ট্রোমেডিকেল টেকনোলজি গঠিত। কোর্স শেষে মেডিকেল, ডায়গনেস্টিক সেন্টারে চাকুরির সুজোগ রয়েছে ।

ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি

Instrumentation and Process Control Technology

ইন্ডাস্ট্রিয়াল ইন্সট্রুমেন্টেশন, সিগ্ন্যাল প্রসেসিং, মেডিকেল ইন্সট্রুমেন্ট, প্রসেস কন্ট্রোল, পি এল সি, হাইড্রোলিক মেশিন , প্রোগ্রামিং ইত্যাদি বিষয় নিয়ে ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি । এই টেকনোলজি থেকে পাশ করে গার্মেন্টস সহ উৎপাদনমুখি প্রতিষ্ঠানে চাকুরির আবেদন করতে পারবেন ।

ইলেকট্রোনিক্স টেকনোলজি

Electronics Technology

ইলেকট্রনিক্স ডিভাইস ও সার্কিট , পিসিবি ডিজাইন, রোবোটিক্স , মাইক্রো কন্ট্রোলার, ইলেক্ট্রনিক্স সার্ভিসিং, অটোমেশন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ইলেকট্রনিক্স টেকনোলজি সাজানো । এই টেকনোলজিতে পড়লে বিভিন্ন মোবাইল কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি গুলতে চাকুরির সুযোগ রয়েছে।

আর্কিটেকচার টেকনোলজি

Architecture Technology

বিল্ডিং বা ভবনের বাহ্যিক ও অভ্যান্তরিন ডিজাইন , রুমের আভ্যান্তরিন ডিজাইন , কম্পিউটার এইডেড ডিজাইন (CAD), 3-ডায়মেনশনাল ডিজাইন, কনস্ট্রাকশন প্রসেস, আরবান প্লানিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে আর্কিটেকচার টেকনোলজি। হাউজিং কোম্পানি, রিয়েলস্টেট কোম্পানি গুলোতে চাকুরির সুযোগ রয়েছে ।

ট্যুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজি

Tourism and Hospitality Technology

ট্যুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজি ফন্ট অফিস অপারেশন, ফুড বেভারেজ, টুর গাইডিং ,হোটেল ইনফরমেশন , টুর অপারেশন , টুরিজম হেরিটেজ, টিম বিল্ডিং, হস্পিটালিটি, রেস্পন্সিবিলিটি ইত্যাদি বিষয়ের সমন্বয়ে গঠিত। এই টেকনোলজিতে পড়ার পর আপনি ট্রাভেল এজেন্সিতে আপনার ক্যারিয়ার গরতে পারবেন ।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন