বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান।
১৯৬২ সালে ফোর্ড ফাউন্ডেশন ঢাকা, রংপুর, সিলেট, পাবনা ও বরিশাল এই পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করে। শুরুতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রমানুসারে ৩ বছর মেয়াদি কোর্স দেওয়া হতো। যুক্তরাষ্ট্রে বিজ্ঞান কোর্সে প্রকৌশলে স্নাতককারী কর্তৃক বিধান রেখে তৎকালীন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হত।এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
১৯৬২ সালে বগুড়া শহরের কেন্দ্রস্থলে ( সাত মাথায় ) তদানিন্তন এডওয়ার্ড ইন্ডাষ্ট্রিয়াল স্কুলের প্রাচীর ঘেরা ভবনে ইন্সটিটিউট এর কার্যক্রম শুরু হয়। সিভিল ও পাওয়ার টেকনোলজি নিয়েই যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি।পরবর্তিতে কারিগরি শিক্ষার প্রসারতার লক্ষ্যে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট নামকরণে শেরপুর রোডের বর্তমান ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ক্যাম্পাসে বিভিন্ন টেকনোলজির সমন্বয়ে ইন্সটিটিউট স্থানান্তর করা হয় এবং ১৯৭৭ সালে বর্তমান ক্যাম্পাসে ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়। সরকারী সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে আরও টেকনোলজির সংজোযন করা হয়। বিশ্ব-ব্যাংকের আইডিএ ক্রেডিটের অধীনে নির্মিত হয় বর্তমান অবকাঠামো।
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট ঐতিহ্যবাহী বগুড়া শহরের প্রবেশ পথে বগুড়া পুলিশ লাইন্স-এর বিপরীতে শেরপুর রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থিত।