Bangladesh institute of Glass and Ciramics
রাজধানী ঢাকা,তেজগাঁও
টেকনোলজি
সিরামিক মডেল মেকিং, সিরামিক প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, মোল্ড ফেব্রিকেশন , সিরামিক বডি প্রিপারেশন, হোয়াইট ওয়ার্স, সিরামিক ডাইং, সিমেন্ট মেনুফেকচার, টাইলস অ্যান্ড সেনিটারি, সিরামিক গ্লেজ অ্যান্ড কালার, সিরামিক ডেকোরেশন অ্যান্ড পেইন্টিং, ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে সিরামিক টেকনোলজি গঠিত।
গ্লাস রও ম্যাটারিয়াল , গ্লাস ফ্যাব্রিকেশন, গ্লাস মোল্ড এবং ডাই, সিমেন্ট ম্যানুফেকচার ,গ্লাস ডেকোরেশন অ্যান্ড প্রিন্টিং, ক্যাড অ্যান্ড ক্যাম, সিরামিক ম্যানুফ্যাকচারিং, গ্লাস প্রোডাক্টস ইত্যাদি বিষয়ের সমন্বয়ে গ্লাস টেকনোলজি গঠিত ।এই টেকনোলজিতে পড়লে বিভিন্ন গ্লাস এবং সিরামিক ইন্ডাস্ট্রিতে চাকুরির সুযোগ রয়েছে ।
অন্যান্য পলিটেকনিক
ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।
আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন