ইউনাইটেড পলিটেকনিক ইনস্টিটিউট (ইউপিআই), রংপুর

United Polytechnic Institute UPI,Rangpur

সাতমাথা, মাহিগঞ্জ

+880 1670-993402

ইউনাইটেড পলিটেকনিক ইনস্টিটিউট (ইউপিআই), রংপুর সম্পর্কে জানুন

History Photo

ইউনাইটেড পলিটেকনিক ইন্সটিটিউট(UPI) সাতমাথা, মাহিগঞ্জ, রংপুর, বাংলাদেশের শিক্ষার অবদানে ও মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষাঙ্গনে একটি সু-পরিচিত ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান।

মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য এই অঞ্চলের বিশাল জনোগোষ্ঠীকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দ্যেশ্য।

বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও টেকসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলা ও কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৩ সাল থেকে ইউনাইটেড পলিটেকনিক ইন্সটিটিউট-এর যাত্রা শুরু হয়েছে ।

বর্তমানে এই প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন