ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (আইইটি)

Institute of Engineering and Technology (IET)

হারাগাছ রোড, শালবন মিস্ত্রিপাড়া

+880 1791-322222

ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (আইইটি) সম্পর্কে জানুন

History Photo

ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, (IET) রংপুর রংপুর বিভাগের একটি স্বনামধন্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এটি রংপুর বিভাগের প্রথম বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) অধীনে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৮ বছরের গৌরবময় যাত্রা শেষ করেছে এবং ক্রমাগত উন্নতি করছে। এটি রংপুর বিভাগের সকল প্রাইভেট পলিটেকনিকের মধ্যে BTEB এর একমাত্র পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এবং, NTVQF এর অধীনে RTO, RPL, CBT&A প্রোগ্রামের জন্যও ব্যবহৃত হয়।

এখন আমাদের কাছে ডিপ্লোমা প্রোগ্রামের ৫টি প্রযুক্তি রয়েছে, যা হল সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল। ২টি সিভিল ল্যাব, ৩টি ইলেক্ট্রিক্যাল ল্যাব, ২টি কম্পিউটার ল্যাব, ২টি মেকানিক্যাল ল্যাব এবং ৪টি টেক্সটাইল ল্যাব সহ আমাদের সমৃদ্ধ ল্যাব সুবিধা রয়েছে৷ এখন, সমস্ত মহিলা ছাত্রদের জন্য ১০০% ফি সহ তিনটি বৃত্তি প্রদান করছি। সমস্ত প্রাইভেট ডিপ্লোমা ইনস্টিটিউটের মধ্যে, আইইটি রংপুর বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি ইনস্টিটিউট।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন