মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট

Magura Polytechnic Institute

মাগুরা, খুলনা

nan

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানুন

History Photo

মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি প্রতিষ্ঠান । দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ২০০৮ সালে এটি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠানের স্থায়ী রাজস্ব খাতের জনবল — জন (সৃষ্ট পদ)এবং অস্থায়ী রাজস্ব খাতের জনগণ — জন । বর্তমানে প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মোট ৬ টি টেকনোলজির পাঠ্যক্রম পরিচালিত হচ্ছে । ৩.৫ একর জমির উপর অবস্থিত প্রতিষ্ঠানটি খুলনা বিভাগের মাগুরা জেলার, মাগুরা শহরের পশ্চিমে ঢাকা-ঝিনাইদহ মহাসড়কের পাঁচপাড়ায় অবস্থিত। যা মাগুরা শহর থেকে ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত । বর্তমানে এ প্রতিষ্ঠানে ৬ টি টেকনোলজিতে মোট ১২০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয় এবং ৪ টি পর্বে মোট ৩৫০০ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করে । বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি RTO ভুক্ত প্রতিষ্ঠান ।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট সারা দেশে বিশেষত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে সর্বাত্মক চেষ্টা করছে। আমাদের শিক্ষার্থীরা আর এ সি,কম্পিউটার,ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্ম,ফুড,মেকাট্রনিক্ম প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে। আমরা সবসময় প্রাসঙ্গিক শিল্পের সাথে একটি শক্তিশালী যোগসূত্র রাখি এবং তাদের শিক্ষার্থীদের চূড়ান্ত সেমিস্টার সম্পন্ন করে তাদের ডেটাবেস সরবরাহ করি। আমাদের মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৮ সালে উচ্চ মানের প্রযুক্তিগত শিক্ষা প্রদান, মানবসম্পদ বিকাশ এবং ভাল বেতনের চাকরি দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।

কর্ম মানুষকে গতিশীল ও জীবনমুখী করে তোলে । আত্মতৃপ্তি লাভের জন্য যেমন কর্মের অনুশীলন প্রয়োজন তেমনি মনের কথা বলা যায় লেখনীর মধ্য দিয়ে । বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য যুগোপযোগী শিক্ষা হলো কারিগরি শিক্ষা । যার প্রয়োজন অনুভব করে যুগের চাহিদা অনুযায়ী বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে ভিশন ২০২১ গ্রহণ করেছে । মধ্যম আয়ের দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের বিশেষ ভূমিকা রয়েছে।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন