যশোর পলিটেকনিক ইনস্টিটিউট

Jessore Polytechnic Institute

শেখহাটি, যশোর

+880 421-68536

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানুন

History Photo

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের যশোর জেলায় উত্তরে শেখহাটি গ্রামে নিউ টাউনের কাছে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এটি মোট ১৫ একর জমির উপর নির্মিত হয়েছে।

১৯৬৪ সালে ১৫ একর জমির ওপর এটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে সিভিল এবং পাওয়ার এই দুইটি কারিগিরি বিষয় পড়ানোর ব্যবস্থা থাকলেও ১৯৬৯-৭০ সালে মেকানিক্যাল, টেকনোলজি বিষয়ে পাঠদান চালু হয়। পরবর্তীতে এর সাথে যোগ হয় ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক, কম্পিউটার ও টেলিকমিউনিকেশন টেকনোলজি।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা শিক্ষার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটের শিক্ষক, সুযোগ-সুবিধা সত্যিই চিত্তাকর্ষক। এখানে পড়াশোনার পরিবেশ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। কম বিভাগ, কম শিক্ষার্থী এবং নিখুঁত শিক্ষক সংখ্যা এই ইনস্টিটিউটের প্রধান ইতিবাচক সাইট।

প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য দুটটি পৃথক হোস্টেল আছে।যেখানে ছাত্রছাত্রীরা স্বল্প খরচে হোস্টেলে থাকতে পারবে।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন