নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট

Naogaon Polytechnic Institute

দুবোলহাটি সড়ক, নওগাঁ

+880 1718-588620

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানুন

History Photo

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটটি তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর প্রচেষ্টায় এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। চারটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫টি বিভাগ চলমান রয়েছে।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটটি নওগাঁর গোস্তহাটির মোড় থেকে ১ কিলোমিটার দক্ষিণে দোবলহাটি রোড এ অবস্থিত। নওগাঁর পাশ দিয়ে দোবলহাটি রোড জুড়ে আরগী-নওগাঁ। মৎস্য অফিস ও অ্যাংকোলিক সোমবি ট্রেডিং সেন্টার।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।

Other Polytechnic

অন্যান্য পলিটেকনিক

ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট ( Training and Industrial Attachment )

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাস্টমেন্ট পলিটেকনিক এর Student দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য Bangla Fighter চাকরির বাজার এবং কাস্টমার কি ধরনের কাজ চায় সে বিষয় গুলো মাথায় রেখে Course প্লান করে থাকে। একজন Student যেন আমাদের এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে চাকরির আবেদন করতে পারে। এছাড়া বাংলা ফাইটার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর সময় উপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ।

আমাদের কোর্স সমূহ রেজিস্ট্রেশন করুন